সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

ডা: কমল কৃষ্ণ কুন্ডু’র অর্থায়ণে চাটমোহরে দু:স্থ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৬ মে, ২০২০, ৪:২১ অপরাহ্ণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত কৃষ্ণ দাস কুন্ডু ওরফে কৃষ্টবাবু’র সন্তান বাংলাদেশে স্বনামধন্য চিকিৎসক চাটমোহরের কৃতিসন্তান অধ্যাপক ডা: কমল কৃষ্ণ কুন্ডু’র অর্থায়ণে চাটমোহরে দু:স্থ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে। আজ ১৬ মে শনিবার সকাল ১০টায় চাটমোহর পৌরসদরের হরিসভা মন্দির প্রাঙ্গণে খাদ্য সহায়তা বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার মো: সজীব শাহরিন। উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, থানা অফিসার ইনচার্জ সেখ মো: নাসীর উদ্দিন, সাবেক পৌর মেয়র অধ্যাপক আব্দুল মান্নান, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন।

শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে অতিথিবৃন্দ উপস্থিত সকলের উদ্দেশ্যে করোনা ভাইরাস সচেতনতা তুলে ধরার পাশাপাশি অধ্যাপক ডা: কুন্ডু’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতণ্য, সাংগঠনিক সম্পাদক কিংকর কুমার সাহা, সংগঠনটির পৌর শাখা’র সহ-সভাপতি সহকারি অধ্যাপক অনুপ কুন্ডু, পৌর কাউন্সিলর নূর-ই হাসান খান ময়না, খন্দকার রাজ আলী, কামরুল হাসান মিন্টু সহ হিন্দু সমাজের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা বিতরণ প্রসঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাটমোহর উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক শ্রী প্রবীর দত্ত চৈতণ্য জানান, “অধ্যাপক ডা: কমল কৃষ্ণ কুন্ডু’র অর্থায়ণে প্রতিটি পরিবার ৭ কেজি চাউল, ২ কেজি ৫০০ গ্রাম আলু, ৫০০ গ্রাম মশুর ডাল, ৫০০ মি: লি: সয়াবিন তেল ও ৫০০ গ্রাম লবণ সমন্বিত একটি করে প্যাকেট পাচ্ছেন। চলতি সপ্তাহে ধরেই চলবে এই কার্যক্রম। স্থানীয় সকল ধর্মের প্রায় দেড় হাজার দু:স্থ পরিবার অধ্যাপক ডা: কুন্ডু’র পক্ষ থেকে দেয়া খাদ্য সহায়তা পাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর