সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

কর্মহীন দুস্থ মানুষের মাঝে ‘বন্ধু সার্কেলের্ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ৫:১০ অপরাহ্ণ

স্বপন, চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে বন্ধু সার্কেল (এসএসসি) ব্যাচ-৮৬’ করোনা পরিস্থিতিতে কর্মহীন দু:স্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে পরিবার প্রতি ৫ কেজি চাল, ২ কেজি আটা, ৫০০ গ্রাম মশুর ডাল, ৫০০’ মি:লি: সোয়াবিন তেল, ২৫০ গ্রাম সৌদি খেজুর, ১ কেজি আলু, ২ পিস সাবান ও ১টি করে মাস্ক বিতরণ করেছে। চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামে অবস্থিত বড়াল সমাজ কল্যাণ সংস্থা চত্ত্বর থেকে আজ ১৪ মে বৃহস্পতিবার বেলা ১১টায় তৃতীয় দফায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুভ সুচনা করেন। এ সময় বন্ধু সার্কেলের পক্ষে মো: শহিদুল ইসলাম শহিদ, মো: ইউনুস আলী, মো: কবির উদ্দিন, মো: মাসুদুল ইসলাম ও মো: সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। ‘বন্ধু সার্কেল ব্যাচ-৮৬’ সংগঠনটি প্রথম দফায় ৩০টি, দ্বিতীয় দফায় ৬০টি এবং আজ তৃতীয় দফায় ৩০টি, অর্থাৎ তিন দফায় সর্বমোট ১২০টি কর্মহীন দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

বন্ধু সার্কেলের উদ্যোগে ঈদের আগের দিন বেশকিছু দু:স্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে মর্মে সংগঠনের মুখপাত্র মো: ইউনুস আলী জানিয়েছেন। বন্ধু সার্কেল ব্যাচ-৮৬’ এই মহতী উদ্যোগ স্থানীয় মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর