বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

হান্ডিয়ালে এম এ সামাদ কলেজে প্রয়াত প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৮:০২ অপরাহ্ণ

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে এম এ সামাদ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ-এর প্রতিষ্ঠাতা প্রয়াত মোঃ আব্দুস সামাদ মহোদয়ের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (১২ নভেম্বর) দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম হেলাল এবং কলেজের দাতা সদস্য ও হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু হানিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হান্ডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ মহসিন আলম, আটলংকা এম এ মাহমুদ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাহমুদুল আলম, জিন্দানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বেলাল হোসেন, হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোজাহার আলী, আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মোঃ শহিদুল ইসলাম, সাবেক শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও মোঃ ছহির উদ্দিন স্বপন, এবং সাবেক শিক্ষক মোঃ মোক্তার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাটমোহর পরিসংখ্যান অফিসার মোঃ মেহেদী হাসান, হান্ডিয়াল কৃষক দলের সাবেক সভাপতি মোঃ আব্দুল হান্নান খোকন, হান্ডিয়াল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা জয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, “প্রয়াত আব্দুস সামাদ ছিলেন এক দূরদর্শী শিক্ষানুরাগী ও সমাজসেবক। আমরা তাঁর দেখানো পথে চললে তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব হবে।”

অধ্যক্ষ মোঃ রেজাউল করিম হেলাল বলেন, “কলেজের প্রতিটি সাফল্যের পেছনে প্রয়াত আব্দুস সামাদ সাহেবের অক্লান্ত পরিশ্রম ও অবদান রয়েছে। আমরা তাঁর স্বপ্ন পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

দাতা সদস্য মোঃ আবু হানিফ বলেন, “আব্দুস সামাদ মানবতার দৃষ্টান্ত। শিক্ষা ও সমাজ উন্নয়নে তিনি অনন্য ভূমিকা রেখেছেন।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের শিক্ষক মোঃ খাইরুল ইসলাম, এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাকপাড়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ তারিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর