মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

ই-পেপার

ঈশ্বরদীতে ক্ষুধার জ্বালায় বাবা-মায়ের কবরে গিয়ে কান্না করা সাগরের দায়িত্ব নিলেন জনাব তারেক রহমান

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ
ClQKS1NuYXBjaGF0LzEzLjY2LjEuMCAoU00tQTEyN0Y7IEFuZHJvaWQgMTMjQTEyN0ZYWFNERFhKNiMzMzsgZ3ppcCkgVi9NVVNIUk9PTRDZqI6p7QE=

পাবনার ঈশ্বরদীতে বুদ্ধি প্রতিবন্ধী মোঃ গাগর আলীর ভরণপোষণের দায়িত্ব নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ৩ টার দিকে ঈশ্বরদী শহরের পূর্ব টেংরি ৭নং ওয়ার্ডের মরহুম সুরুজ আলীর বুদ্ধি প্রতিবন্ধী ছেলে মোঃ সাগর আলী ক্ষুধার জ্বালায় বাবা-মায়ের কবরের কাছে গিয়ে খাবারের জন্য কান্না করেন। সোশ্যাল মিডিয়ায় এই সংবাদটি প্রচার হলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নজরে পড়লে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ৯০’র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মহানায়ক ও পাবনা জেলা বিএনপির আহ্বায়কের মাধ্যমে মোঃ সাগর আলীর ভরণপোষণের দায়িত্ব জনাব তারেক রহমান গ্রহন করেন। হাবিবুর রহমান জানান, এই আধুনিক যুগে একজন মানুষ পেটের ক্ষুধার জন্য মৃত বাবা-মায়ের কবরের পাশে গিয়ে কান্না করে খাবার চায় এটা মেনে নেওয়া যায় না। বুদ্ধি প্রতিবন্ধী মোঃ সাগর আলীর ক্ষুধা লাগলে বাবা-মায়ের কবরের কাছে গিয়ে খাবারের জন্য কান্না করেন এমন সংবাদ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নজরে আসলে তিনি মোঃ সাগর আলীর আজীবন ভরণপোষণের দায়িত্ব নেয়ার জন্য আমাদের পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, মোঃ সাগর আলীর ফুফা মোঃ মল্লিক চাঁদ তার দেখভাল করছেন। তিনি পেশায় একজন চা বিক্রেতা। মল্লিক চাঁদের নুন আনতে পান্তা ফুরায় তবুও এই বুদ্ধি প্রতিবন্ধী সাগরের জন্য কিছু করার চেষ্টা করেন। আজমল হোসেন ডাবলু বলেন, আমরা স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের সাথে নিয়ে সাগরের ফুফার বাড়িতে গিয়ে মোঃ সাগর আলীর ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়েছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে বিষয়টি জানিয়ে মোঃ সাগর আলীর জন্য আজীবন ভরণপোষণের ব্যবস্থা করে দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক (ভিপি) রেজাউল করিম শাহীন, পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, পাবনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক রফিকুল ইসলাম রকি, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন স্বপন ও পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, যুবদল নেতা মোশারফ হোসেনসহ বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর