বেসরকারি ভূমিহীন উন্নয়ন সংস্থা এলডিও’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা কে, এম, আতাউর রহমান রানা মাষ্টারের ৮ ম মৃত্যু বার্ষিক উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় চাটমোহর এলডিওর কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সংক্ষিপ্ত স্মরন সভায় শুরুতে এলডিও’র নির্বাহী পরিষদের সহ সভাপতি ভূমিহীন নেতৃ সানোয়ারা খাতুনের সভাপতিত্ব ও এলডিওর নির্বাহী পরিচালক নূরে আলম মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য দেন,বীর মুক্তিযোদ্ধা রানা মাষ্টারের মেজো ছেলে
মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি পরিচালক নূরে আলম মেহেদী সঞ্জু, বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা,ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি বেলাল হোসেন স্বপন, চাটমোহর বার্তার সম্পাদক হাবিবুর রহমান,ভূমিহীন নেতা আনোয়ার হোসেন, ভূমিহীননেতা শরিফা খাতুন নিপা প্রমূখ।
এসময় বিলকুড়ুলিয়া বিলপাড়ের শতাধিক ভূমিহীন নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।
পরে তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
(প্রসঙ্গত) বীর মুক্তিযোদ্ধা কে এম আতাউর রহমান রানা মাষ্টার ছিলেন চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের বিলকুড়ুলিয়া বিলের প্রায় ১৫ শত বিঘা সরকারি খাস জমি শত শত ভূমিহীন পরিবারের মাঝে চিরস্থায়ী বন্দোবস্তের মূল নায়ক ছিলেন তিনি।