দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই এ্যাসোসিয়েশনের ১শ জন সদস্য হওয়ায় প্রধান উপদেষ্টা রিজানুর রহমান মেনন এর পক্ষ থেকে র্র্যাফেল ড্র’র মাধ্যমে ২০ জন সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।
সোমবার ২৫ নভেম্বর দেবোত্তর ভাই ভাই মটরস শো-রুমে অনুষ্ঠিত র্র্যাফেল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালামনাই এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা রিজানুর রহমান মেনন, মোফাজ্জল হোসেন, তাওহীদ হোসেন, মনিরুল, বিপ্লব, সাদ্দাম, ইয়ামিন,মোস্তাক আহমেদ, শাওন আহমেদ, শিউল, সহ ব্যাচ ভিত্তিক প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
উক্ত র্্যাফেল ড্রতে ১ম হয়েছেন এসএসসি ২০০৭ ব্যাচের আলমগীর হোসেন, ২য় হয়েছেন এসএসসি ১৯৯৬ ব্যাচের আহসানুল হক বকুল, ৩য় হয়েছেন এসএসসি ১৯৯৩ ব্যাচের মাসুদ রানা।