আটঘরিয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৫ নভেম্বর আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মুস্তারীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার, কৃষি অফিসার সজীব আল মারুফ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্ত্ ডা.আব্দুল্লাহ আল আজিজ, মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, আটঘরিয়া পৌর বিএনপির আহবায়ক আমজাদ হোসেন প্রমুখ।
উক্ত আইন শৃঙ্খলা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।
মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে এসময় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর হতে হবে। কোথাও মাদকের সন্ধান পেলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।
গরু চুরির বিষয়টি সবাইকে সজাগ থাকতে হবে। হাটবাজারে যারা অবৈধ ভাবে দখল করে রেখেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে দখল মুক্ত করতে হবে।