পাবনার চাটমোহরে রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১. ৩০ টার দিকে ফেনসিডিলসহ রাকিবুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার পৌর সদরে বালুচর মহল্লার নওশেদ আলীর ছেলে। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আকিবুল ইসলাম চাটমোহর পৌর সদরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় মাদক নিয়ে অবস্থান করছিলেন। থানার এস আই রাশেদুল ইসলাম ও জিল্লুর রহমান ফোর্স নিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এবিষয়ে চাটমোহর থানা অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলম বলেন, গোপন সূত্রে খবর পেয়েম মাদক কারবারিকে আটক করা হয়েছে । এ বিষয়ে থানায় মামলা হয়েছে।