সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

ফরিদপুরের নজরুল-আফজাল স্কুলএন্ড কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত

মেহেদী হাসান, ফরিদপুর(পাবনা):
আপডেট সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৯:৪৮ অপরাহ্ণ

পাবনা ফরিদপুর উপজেলায় মঙ্গলবার (১৯ নভেম্বর) ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নজরুল-আফজাল স্কুল এন্ড কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ফরিদপুর প্রেস ক্লাব ও দুর্ণীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মো:আব্দুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মা সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম উদ্দিন,এ প্রতিষ্ঠানের সহসভাপতি ও নাগডেমড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মো: হেদায়েতুল্লাহ,সদস্য শফিকুল ইসলাম হিরু,সহকারী শিক্ষক মো: মনিরুজ্জামান ও দুলাল হোসেন প্রমুখ। ৮ম শ্রেণির শিক্ষার্থী হাসিন ইসরাক,কে এম তানভীর,৭ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস,৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া ইমরান ও নুজহাত তাবাসসুমের সঞ্চালনায় এ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বাসেদ।

সহকারী শিক্ষক রুমি হালদারের পরিচালনায় এবং শিক্ষার্থীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন শিক্ষামূলক নাটক নাটিকা উপস্থাপন হয়। এ মা সমাবেশে প্রায় ৩ শতাধিক মা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানের এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর