সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার পারভাঙ্গুড়া ইউপি’র আগামী নির্বাচনে নিজেকে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দেন, উপজেলার পার ভঙ্গুড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি, ভেড়ামারা -চরপাড়া গ্রামের মৃত আফাজ প্রাং সন্তান আলহাজ্ব মো.ইসমাইল হোসেন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাত ৭টার দিকে তার নিজ বাসভবন চত্বরে সাবেক ইউপি সদস্য ও ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেনের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবক মো.মানিক হোসেন’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পার-ভাঙ্গুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জহুরুল ইসলাম,ইউপি বিএনপি’র সাবেক সদস্য আলহাজ্ব ইসমাইল হোসেন,৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি’র নেতা আব্দুল মতিন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. সাহেব আলী, সাধারণ সম্পাদক আব্দুল আলিম , ছাত্রদলের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো.শামীম হোসেন, ইউনিয়ন,ওয়ার্ডের বিএনপি’র নেতৃবৃন্দ সহ এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মি, গ্রামের প্রধান বর্গসহ এ অঞ্চলের প্রায় সহস্রাধিক ভোর ও শুভাকাংখী উপস্থিত ছিলেন।

জনাকীর্ণ আলোচনা সভায় আলহাজ্ব মো.ইসমাইল হোসেন উপস্থিত সবার দোয়া চেয়ে বলেন,আগামী পারভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে নিজেকে আবারোও বিএনপি’র দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় হাইকমান্ডের সহযোগিতা চেয়ে তার ঘোষণা দেন।

তিনি তার দীর্ঘ সময়ের বক্তব্য বলেন, বিগত আওয়ামী লীগের দুঃশাসন আমলে দুই দুইবার বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে নির্বাচন করেছি। নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীর বাধা ও হুমকির তোয়াক্কা না করে নিজের জীবনকে বাজি রেখে নির্বাচন করেছি।গত২০১৬ সালে ইউনিয়নবাসী আমাকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করে ছিলেন।কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা ফলাফল কূকরে, অবৈধভাবে আমার নির্বাচনী ভোট কেন্দ্রের এজেন্ট দের জোর পূর্বক ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট গনণা না করেই কাগজ-কলমে ২শ’২৩ ভোটে আমাকে ফলাফল সিটে পরাজয় দেখিয়েছিলেন। বিগত দিনে দলের বিভিন্ন সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় থাকায় পার্শ্ববর্তী সিরাজগঞ্জে কথিত ট্রেন অগ্নিকান্ড ঘটনায় ও ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের নির্বাচনীয় অফিসে অগ্নি বিস্ফোরক মামলায় আসামি হয়ে কয়েকবার জেল খেটেছি।

আগামী ইউপি নির্বাচনে তাকে পুনঃরায় বাংলাদেশ জাতীয়তা বাদী দল(বিএনপি)থেকে দলীয় মনোনয়ন দিলে নির্বাচনের বিপুল ভোটে জয়লাভ করে দলীয় হাতকে শক্তিশালী ও ইউনিয়ন বাসীর সকল ধরণের জনসেবা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর