সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহরে বৈশ্বিক প্রতিবাদে সাইকেল র‌্যালী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩:৩২ অপরাহ্ণ

জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশ্বিক প্রতিবাদের অংশ হিসেবে পাবনার চাটমোহরে সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের শহিদ মিনার চত্বরে সাইকেল র‌্যালীর উদ্বোধন করেন চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব মিঞা।

পরে সাইকেল র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বরে থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক ছাত্র, ছাত্রী অংশগ্রহণ করে।

ধরিত্রি রক্ষায় আমরা (ধরা) সহযোগিতায় ও চলনবিল রক্ষায় আমরা এর আয়োজন প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন, চলনবিল রক্ষায় আমরা এর সমন্বয়কারি জাহাঙ্গীর আলম মধু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. রকিবুর রহমান টুকুন প্রমূখ।

বক্তব্যে বক্তরা জলবায়ু অর্থায়ন শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে হতে হবে, জলবায়ু অর্থায়ন মিলিয়ন নয় বিলিয়ন ডলারে হতে হবে, জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করতে হবে সর্বপরি জলবায়ু ন্যয্যতা নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর