আটঘরিয়ায় উপজেলা বিএনপির ও পৌর বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকালে এগারোটায় দেবোত্তর সোনালী বাজার বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক একদন্ত ইউনিয়ন পরিষদেও সাবেক চেয়ারম্যান আতাউর রহমান রানার সভাতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, ১নং যুগ্ন আহবায়ক আছিম উদ্দিন, যুগ্ন আহবায়ক আক্তারুজ্জামান,আটঘরিয়া পৌর বিএনপির আহবায়ক আমজাদ হোসেন, সদস্য সচিব আজাহার আলী খান প্রমুখ।
উক্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু, সিনিয়ন যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান উজ্জল, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ, সাধারন সম্পাদক পাঞ্জাব আলী, বিএনপি নেতা আরিফ হোসেন, পাবনা জেলা মহিলাদলের সাধারন সম্পাদক ও সাবেক আটঘরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেরুন নেছা শাহজাহান, জেলা ছাত্র দলের প্রচার সম্পাদক মামুন জোয়ার্দ্দার, ছাত্র দল নেতা রাকিব রাহাতসহ আটঘরিয়া উপজেলা ছাত্রদলের সদস্য তারেক হোসেন, আটঘরিয়া পৌর মহিলাদলের সভাপতি নুরুন্নাহার তিতু, উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক শাহানাজ বেগম, উপজেলা মহিলা দলের সদস্য খাদিজা জিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।