পাবনার চাটমোহর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় চাটমোহর বাসস্ট্যান্ড এলাকা হতে এ শোভাযাত্রা শুরু হয়ে পৌর সদরদিয়ে জার্দিস মোড়ে গিয়ে শেষ হয়।
পাবনার চাটমোহর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা ও পথসভায় চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বলেন, চাটমোহরে যদি কেউ জয় বাংলা স্লোগান দিতে চায়, তাহলে তাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। আগামী একশত বছরের মধ্যেও কেউ চাটমোহরে জয় বাংলা স্লোগান দিতে পারবে না।
যে নেত্রী তার বোনের হাত ধরে দেশ ছেড়ে পালিয়ে যায়, সেই দলের অনেক নেতাকর্মী ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমাদের নেত্রী যেকোনো সময় চট করে দেশে ঢুকে পড়বে এরা দেশ ও দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
এ সময় আরো বক্তব্য দেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. আসাদুজ্জামান আরশেদ, গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মাওলা, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন প্রমূখ।