পাবনা ফরিদপুরে (৯ নভেম্বর) উপজেলা ও পৌর বিএনপির উদ্দ্যােগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদস্য সচিব মো: এনামুল হক ও যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি মো: রুহুল আমিন মাষ্টারের সঞ্চালনায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপজেলা বিএনপি ও পৌর বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ইউনিয়ন ও ওয়াড পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার ও বিভিন্ন রঙের বেলুন, ফেস্টুন ও পতাকা নিয়ে সুসজ্জিত হয়ে সভাস্থলে সমবেত হয়। এরপর বর্ণাঢ্য র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্ত মঞ্চে মিলিত হয়। এখানে দলের বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শেষ হয়।
সিনিয়র যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি আলহাজ্ব এ্যাড: আবুল হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক মো: জহুরুল ইসলাম বকুল,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি ও চেয়ারম্যান মো: জিয়াউর রহমান জিয়া,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি মো: জিল্লুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টা ও সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল দাইয়ান মঞ্জু, যুগ্ন আহবায়ক পৌর বিএনপি মো: মোখলেছুর রহমান মুকুল,যুগ্ন আহবায়ক পৌর বিএনপি আ: হান্নান,সদস্য উপজেলা বিএনপি মো: শাহ আলম, সাবেক দপ্তর সম্পাদক উপজেলা বিএনপি মো: আশরাফুজ্জামান মাসুদ,আহবায়ক উপজেলা যুবদল মো: আলী হোসেন,সদস্য সচিব পৌর যুবদল মো:পরাগ আহমেদ কাকন,যুগ্ন আহবায়ক উপজেলা যুবদল মো:নয়ন কাজী, আহবায়ক উপজেলা ছাত্রদল মো:হুমায়ুন করিব সজিব, আহবায়ক পৌর ছাত্রদল ছাইদুল রহমান শামিম সহ উপজেলা জেলা বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।