রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

ই-পেপার

উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অনিয়ম দুর্ণীতি বরদাস্ত করা হবে না

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ১২:০৭ অপরাহ্ণ

৫ আগষ্ট পরিবর্তী দিনগুলো বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয়। এখন সকল শ্রেণী পেশার মানুষ স্বাধীন মত প্রকাশ করার অধিকার ফিরে পেয়েছে। অসাম্প্রদায়িক দেশ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। আমি পাবনাতে খুব অল্প দিন হলো যোগদান করেছি, আমি উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদের বলছি, আগে আপনারা কি করেছেন সেটা জানবো না। এখন উপজেলা পর্যায়ের অনিয়ম দুর্ণীতি বরদাস্ত করা হবেনা।

সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে পাবনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় সহকারি কমিশনার (ভূমি) মেহেদেী হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, পৌর বিএনপির আহবায়ক এ.এম জাকারিয়া, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, চাটমোহর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্ত্তী, সামাজিক সংগঠন তারুণ্যের আলো’র সাধারন সম্পাদক দেবজিত কুন্ডু বাধন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলমসহ চাটমোহরের উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর