স্বপন, চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরস্থ ভূমিহীন উন্নয়ন সংস্থা’র সহযোগিতায় এবং রানা মাষ্টার স্মৃতি সংসদের আয়োজনে সোমবার সকাল ১১টায় বিলকুড়ালিয়া পাড়ের ১৭০টি কর্মহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে খাদ্য সামগ্রী উপহার প্যাকেট বিতরণ করেছে। প্রধান অতিথি’র বক্তব্য দেন এবং খাদ্য সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মো: আব্দুল হামিদ মাস্টার।
ভূমিহীন উন্নয়ন সংস্থা মিলনায়তনে সংস্থাটির নির্বাহী পরিচালক মো: নূরে আলম মনজু’র সভাপতিত্বে এবং ইসরাইল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে বিশেষ অতিথি হিসেবে মরহুম বীর মুক্তিযোদ্ধা কে. এম. আতাউর রহমানের মাগফেরাত কামনা করেন এবং করোনা ভাইরাস সচেতনতামূলক বক্তব্য দেন চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: আব্দুল আলীম। এ সময় চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি শাহীন রহমান, দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, অনলাইন নিউজ ৭১’র প্রতিনিধি সঞ্জিত চক্রবর্ত্তী সোনাসহ এলডিও’র কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)’র সহায়তায় রানা মাস্টার স্মৃতি সংসদ ইতোমধ্যে প্রথম দফায় ১০০ টি পরিবার এবং ২য় দফায় ৫০টি কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার প্যাকেট বিতরণ করেছে। অর্থাৎ আয়োজকেরা ৩ ধাপে এপর্যন্ত ৩২০টি কর্মহীন পরিবারকে ৫ কেজি চাল, ৫০০ গ্রাম মশুর ডাল, ২ কেজি আলু, ৫০০ মি. লি. সয়াবিন তেল সমৃদ্ধ খাদ্য সামগ্রী উপহার প্রদান করেছে।