বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

 ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালন

মেহেদী হাসান, ফরিদপুর(পাবনা):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৫:৪৩ অপরাহ্ণ

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি , মাছের পোনা অবমুক্তকরণ ও শুভ উদ্বোধনের  মধ্যেদিয়ে পাবনা ফরিদপুর উপজেলায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার বেলা ১০ টার  ফরিদপুর উপজেলা চত্ত্বর দিয়ে  বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা হলরুম ভবনের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা দিঘীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা পরিষদ  হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তর কৃর্তক আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: শিরিন সুলতানার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন,ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: খলিলুর রহমান সরকার,ফরিদপুর পৌর মেয়র খ,ম কামরুজ্জামান মাজেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো:আব্দুল গফুর প্রাং,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: নাছরিন আলম লিপি, বনওয়ারিনগর বাজার সমিতির সভাপতি মো: আব্দুল মান্নান,মো: আবুল এহসান জন, ফরিদপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও প্রান্তিক পযার্য়ের বিভিন্ন মৎস্য চাষী ও খামার মালিকরা।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারে আমলে মৎস্য চাষে বাংলাদেশ অনেক এগিয়েছে। সরকারের স্মার্ট সিদ্ধান্তে মৎস্য শিল্প এগিয়ে যাচ্ছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে।
তাই আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে  মাছ চাষ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে এই আশাবাদ ব্যাক্ত করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর