নওগাঁর রাণীনগরে মানবতার সেবা সংগঠনের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার নগরব্রিজ বাজারে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনটির সদস্য ব্যবসায়ী আব্দুল মতিনের অর্থায়নে শতাধিক মানুষকে কম্বল দেয়া হয়।
মানবতার সেবা সংগঠনের সভাপতি মো. রায়হানুল হক রায়হানের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেদারুল ইসলাম, ইউপি সদস্য আতিকুর রহমান খলিল, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, ব্যবসায়ী গোলাম মোস্তফা বাবু, সংগঠনের সদস্য শাহিনুর ইসলাম সাগর, আব্দুল ওহাব, সাব্বির হোসেন, রাকিব, হৃদয় প্রমুখ।