শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

ই-পেপার

আ’লীগের দোসর সার ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে -আবুল হাসেম

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ২:৪৪ অপরাহ্ণ

পাবনা জেলা কৃষক দলের সভাপতি মো. আবুল হাসেম বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় কৃষকদের জন্য বরাদ্দকৃত  সরকারী সকল ধরনের প্রণোদনার সার বীজ তাদের দলীয় লোকদের মাঝে বাছাই করে বিতরণ করা হয়েছে। প্রকৃত কৃষক হলেও আ’লীগ মতাদর্শের লোক না হলে তাকে কোন কিছুই দেয়া হতো না।
বর্তমানে এখন যা দেখছি এবং শুনতে পাচ্ছি আ’লীগের দোসর অধিকাংশ সার ডিলাররা কৃষকের নিকট থেকে বেশি দামে সার বিক্রি করছেন। আমি দৃঢ় ভাবে বলছি বিএনপি ক্ষমতায় গেলে আ’লীগের দোসর এই সকল সার ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাটমোহর উপজেলা কৃষক দলের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাটমোহর রেলবাজার রেলস্টেশন সংলগ্ন এলাকায় মূলগ্রাম ইউনিয়ন কৃষক দলের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , উপজেলা কৃষক দলের সভাপতি মো. লিটন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক মুন্না, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিকসন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মাহমুদুল আলম মাহমুদ, মূলগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি লিখন বিশ্বাস, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজাদুল ইসলাম মাস্টার, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আকবর, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জানেব আলী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মনতাজ আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর