সারাদেশের ন্যায় পাবনার আটঘরিয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগের যোগ্যতা স্নাতক পাশ করে বেতন স্কেল ১৩ তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে
উন্নীত করণসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর স্কেল বেতন গ্রেড প্রদানের দাবিতে মাননীয় মহাপরিচালক বরাবর আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি ৩১ডিসেম্বর মঙ্গলবার অফিস কক্ষে প্রদান করেন।
আটঘরিয়া উপজেলা হেলথ এসোসিয়েশনের সভাপতি আশরাফুল ইসলাম। স্মারকলিপিতে উল্লেখ করেন সমগ্র বাংলাদেশে ১ লক্ষ বিশ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন অস্থায়ী টিকাদান কেন্দ্রে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর মাধ্যমে শিশু ও মহিলাদের টিকাদান প্রদান কাজে নিয়োজিত।
৬৪ জেলা প্রতিনিধিদের সমন্বয়ে এক মতবিনিময় ও আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়।দাবী দাওয়া মেনে না নেওয়ায় ০১/০১/২০২৫ ইং তারিখ হতে অনলাইন জিআর কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত গৃহীত হয়।
স্মারক লিপিতে আরো উল্লেখ করেন দাবি বাস্তবায়ন না হলে পর্যায়ক্রমে মানব বন্ধ, সমাবেশ ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সহ স্বাস্থ্য বিভাগীয় মাঠ পর্যায়ের সকল কার্যক্রম বর্জন করে লাগাতার কর্মবিরতি ঘোষণার সিদ্ধান্ত স্মারকলিপিতে উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সহসভাপতি নাহিদ হাসান,আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ রুবেল হোসেন সহ অন্যান্য সদস্যগণ।