বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদের স্মরণে ৩১ডিসেম্বর মঙ্গলবার একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে ৩ নং ওয়ার্ড এর শহীদ ইয়ামিন ক্রিকেট একাদশ ও ৪ নং ওয়ার্ড এর শহীদ মীর মুগ্ধ ক্রিকেট একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়।
শহীদ ইয়ামিন ক্রিকেট একাদশ ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়েছে। অপর দিকে ৪ নং ওয়ার্ড এর শহীদ মীর মুগ্ধ ক্রিকেট একাদশ ১৪ ওভারে ৯উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে রানার্সআপ হয়।
ফাইনাল ম্যাচ ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামাতে ইসলামি আমীর মাওলানা জহুরুল ইসলাম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আটঘরিয়া উপজেলা জামাতের ভারপ্রাপ্ত আমীর নাসির উদ্দিন, পাবনা জেলা জামাতে ইসলামি যুব ও ক্রিয়া সম্পাদক এএডভোকেট আমিনুল ইসলাম, আটঘরিয়া উপজেলা জামাতের যুব ও ক্রিয়া সম্পাদক খাইরুল ইসলাম।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন একদন্ত ইউনিয়ন জামাতে ইসলামি আমীর মাওলানা আব্দুল মালেক।