পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর-২০২৪ সোমবার বিকালে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে রেল স্টেশনের সম্মূখে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক কৃষকদের নিয়ে অতীতের কর্মকান্ড ও ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে লিখিত বক্তব্য পেশ করেন, জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার সভাপতি আবুল হাশেম।
মূলগ্রাম ইউনিয়ন কৃষকদলের সভাপতি লিটন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, পাবনা জেলা কৃষকদলের সিনি. সহ-সভাপতি মো. হাবিবুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহসানুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম নিকসন প্রমূখ।
অনুষ্ঠানে ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাখাওয়াত হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব মজিবর রহমান মজিব, যুগ্ম আহ্বায়ক নুর আলম, মমতাজুল আলম স্বপন, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রমূখ।
সমাবেশে সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম। সমাবেশে স্থানীয় কৃষকদের নিকট সমস্যা শুনে লিপিবদ্ধ করা হয় এবং শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনা এবং দেশ ও জাতির উত্তোরত্তর মঙ্গল কামানা করে মুনাজাত করা হয়।