মানিকগঞ্জের দৌলতপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
মানসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নিবাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ ওসি তৌফিক আজম, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা মেহরুবা পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল হক, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মাসুদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রেহেনা আক্তার, উপজেলা বিএনপির সহ -সভাপতি আব্দুল মতিন, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক সালমান খান, কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম, দৌলতপুর বাজার বণিক সমিতির সমন্বয়ক মোঃ জহির আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা মাসুদুর রহমান সজীব, প্রমুখ।