পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে আব্দুল জলিল (৩৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১২ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা দিলপাশার ইউনিয়নের বেতয়ান গ্রামে এঘটনা ঘটে। সে বেতুয়ান শুকনাপাড়া গ্রামের তফিজ উদ্দীনের ছেলে ও তিন সন্তানের জনক।
স্থানীয়রা ও নিহতের পরিবার জানান, ঘটনার দিন সকাল ৭টার দিকে সে বাড়ির কাজ করার জন্য বাঁশের ঝাড়ে বাঁশ কাটতে যায়। বাঁশ কাটার এক পর্যায়ে কাটা একটি বাঁশের মাথা ঝাড়ের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন তারের উপর গিয়ে পড়ে। এসময় সে ওই বাঁশটির নিচের অংশ ধরে টেনে বের করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্টে হয় এবং বিকট শব্দ হয়। এ শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে কিন্তু এর মধ্যে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে দিলপাশার ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও বেতুয়ান গ্রামের বাসিন্দা মোছাঃ নিলুফা খাতুন।