পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন ঈদুল আজহা-২০২৪ উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ও জনগণের নিরবিচ্ছিন্ন চলাচল নিরাপদ রাখতে আনসার মোতায়েন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের নির্দেশে ভাঙ্গুড়া উপজেলার বাস টার্মিনাল এলাকায় আনসার সদস্য মোতায়েন করা হয়।
প্রথম দিন ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন, ওয়ার্ড দলনেতা তানভির আহমেদ ও জয়নুল আবেদীন দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল বলেন, পাবনা জেলা কমান্ড্যান্ট স্যারের নির্দেশে ভাঙ্গুড়া বাস টার্মিনাল এলাকায় জনগণের নিরবিচ্ছিন্ন চলাচল নিরাপদ রাখতে আগামী ২০ জুন পর্যন্ত আনসার মোতায়েন থাকবে।