শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় ব্র্যাকের উদ্যোগে পলিথিন বর্জন কর্মসূচি পালন 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাকের উদ্যোগে পলিথিন বর্জন কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন, সহকারী শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম,  ব্র্যাক ম্যানেজার মোছাঃ খাদিজা খাতুন।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে ব্র্যাক আলট্রা পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি ) প্রোগ্রাম পারখিদিরপুর শাখার উদ্যোগে ”আসুন সবাই পলিথিন বর্জন করি, পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখি” শীর্ষক কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ ২০০২ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে। এর দুই বছর পর দেশের বাজারগুলো পলিথিনমুক্ত হয়। কিন্তু কয়েক বছরের মধ্যে দেশ আবার ছেয়ে গেছে পলিথিনে। বর্তমানে বৈধ পণ্যের মতোই ব্যাগটি ব্যবহার হচ্ছে।
 দেশে প্রতিদিন ৩ হাজার কারখানায় ১ কোটি ৪০ লাখ পলিথিন ব্যাগ উৎপাদন হচ্ছে। উপকূলীয় এলাকার হোটেল, মোটেল ও রেস্তোরাঁয় একবার ব্যবহৃত প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বন্ধের নির্দেশনা থাকলেও নেই কোনো বাস্তবায়ন। পলিথিনের মতো প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার অব্যাহতভাবে বাড়লেও লাগাম টানতে নেই কোনো উদ্যোগ।
প্লাস্টিকের নীল বিষে মাটি, পানি, বায়ুসহ প্রকৃতি ধুঁকছে। মাছের পেট থেকে মানুষের পেটে যাচ্ছে প্লাস্টিক। দেশের ৮০ শতাংশ মানুষ প্রতিদিন পলিথিন ও প্লাস্টিক সামগ্রী ব্যবহার করছে। দূষণে মাটি হারিয়ে ফেলছে উৎপাদন ক্ষমতা। হুমকিতে জীববৈচিত্র্য, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর