মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

ই-পেপার

নাটোরের নলডাঙ্গায় এক উপজেলা চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে অপর চেয়ারম্যান প্রার্থীর প্রাণ নাশের হুমকির অভিযোগ

জামিল হায়দার জনি, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ১ মে, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ণ

নাটোরের নলডাঙ্গায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীম সরদারের পক্ষে (দোয়াত কলম) প্রতীকে ভোট করায় মোঃ আব্দুল মতিন নামে তার এক কর্মীকে ভয়-ভীতি দেখানো সহ প্রাণনাশের হুমকি দিয়েছে অপর প্রার্থী রবিউল ইসলাম ও তার বহিরাগত লোকজন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার সময়  উপজেলার খাজুরা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান চাউলের দোকানে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রাতেই আব্দুল মতিন বাদি হয়ে নলডাঙ্গা থানায় তাদের নামে লিখিত অভিযোগ দিয়েছেন। রবিউল ইসলাম এবারের উপজেলা পরিষদ নির্বাচনে জোড়া ফুল মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। তিনি জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
নলডাঙ্গা থানায় দায়ের করা অভিযোগ সূত্রে  জানা যায়, খাজুরা গ্রামের মৃত আয়েজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল মতিন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীম সরদারের হয়ে এলাকায় ভোট প্রার্থনা করছেন। অপরপ্রার্থী রবিউল ইসলামের বাড়ি ওই গ্রামে হওয়ায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিমের পক্ষে ভোট না করার জন্য তাকে শাসানো সহ  নানাভাবে ভয় ভীতি দেখিয়ে আসছিল।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে খাজরা গ্রামের মৃত মেহের আলী মাস্টারের ছেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম ও তার ভাগিনা পাবনার আতাইকুলা এলাকার বাসিন্দা মোঃ নাসির উদ্দিন হিটলার এবং অপর সমর্থক একই গ্রামের মৃত চাঁন মোহাম্মদের ছেলে মোঃ ফারুক হোসেন ডন সহ  খাজুরা বাজারস্থ আব্দুল মতিনের চালের দোকানে যায়। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আব্দুল আলীম সরদারের পক্ষে ভোট না করার জন্য শাসিয়ে দেয় আব্দুল মতিনকে।  এমনকি রবিউল ইসলামের পক্ষে ভোট না করলে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয় তারা। এ নিয়ে খাজুরা বাজারে হইচই শুরু হলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ সময় তারা  দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার পর থেকে আব্দুল মতিন ও তার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরে রাতেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নলডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল মতিন। এছাড়া একই ঘটনায়  প্রতিকার চেয়ে আজ বুধবার (০১ মে) জেলা রিটার্নিং অফিসারের কাছেও লিখিত অভিযোগ দাখিল করেছেন তিনি।
ঘটনার সত্যতা স্বীকার করে আব্দুল মতিন বলেন, ওই ঘটনার পর থেকে তিনি সহ তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিভিন্ন জায়গা থেকে তাকে হুমকি দেয়া হচ্ছে। এমনকি তার দোকানের সামনে বহিরাগত অচেনা লোকের আনাগোনা বেড়েছে। এ নিয়ে তিনি শঙ্কার মধ্যে আছেন।
এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম সরদার বলেন, আমার প্রতিপক্ষ প্রার্থী রবিউল ইসলাম নির্বাচনে প্রচারোণাকালীন সময়ে  আব্দুল মতিন নামে একজন কর্মীকে প্রাণ নাশের যে হুমকি  দিয়েছেন, তা অত্যন্ত নেক্কার জনক। এটা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের শামিল। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোড় দাবী জানাচ্ছি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনোয়ারুজ্জামান অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে জানান, বিষয়টি নিয়ে প্রাথমিক ভাবে সাধারন ডায়রি করা হয়েছে এবং ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাটোর জেলা রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ জানান, এই ঘটনায় তিনি এখনও লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। এটি একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, প্রতিপক্ষ প্রার্থী আমার জনপ্রিয়তা দেখে ঈর্শান্বিত হয়ে এমন মিথ্যা অভিযোগ এনে হয়রানীর চেষ্টা করছেন। অভিযোগকারীর সাথে গত এক মাসের ভিতর কোন কথা-বার্তা বা যোগাযোগই হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর