টাঙ্গাইলের গোপালপুরে বুধবার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ বণিক সমিতি এবং মালিক সমিতির নির্দেশনা অনুযায়ী এই ঘোষণা কার্যকর হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে। শোকের দিনটিতে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে গোপালপুরের সব দোকান ও বাজার বন্ধ রাখবেন।
স্থানীয় ব্যবসায়ী নেতারা জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দিনব্যাপী বিভিন্ন এলাকায় শোক পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের আহ্বান, প্রতিষ্ঠিত সময়সূচি মেনে চলার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।