বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে ভোটারদের সাথে ব্যস্ত সময় পার করছেন – হাবিব 

মো: আকতার হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১২:০২ পূর্বাহ্ণ

আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে – ভোটারদের সাথে সৌজন্যে সাক্ষাৎ, মতবিনিময় সভা ও উঠান বৈঠকে ব্যাস্ত সময় পার করছেন ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য – কৃষিবিদ হাবিবুর রহমান হাবিব।ঘিওর উপজেলা পরিষদের নির্বাচনে প্রায় ১ – ডজন প্রার্থী থাকলেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন, কৃষিবিদ হাবিবুর রহমান হাবিব। হাবিবুর রহমান হাবিব  বলেন,আগামী উপজেলা পরিষদ  নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে ও মানুষের কল্যানে কাজ করতে চাই। আমাদের দেশ কৃষি নির্ভরশীল দেশ।সেই দিক দিয়ে আমাদের ঘিওর উপজেলাও কৃষি নির্ভরশীল আমি যদি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হতে পারি কৃষকের পাশে থেকে, তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো। আমার উপজেলার কৃষকেরা কি ভাবে  তার জমিতে আরও ভালো ফসল উৎপাদন করতে পারে সে বিষয়েও তাদের কে উৎসাহিত করবো।বর্তমান সরকারের সময়ে সারাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। সেই দিক দিয়ে আমাদের ঘিওর উপজেলা অনেক পিছিয়ে – আমি যদি আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে আসতে পারি – আমার উপজেলার সর্বোচ্চ উন্নয়ন করবো।ঘিওর উপজেলার অনেক গ্রামেই অনেক রাস্তা – ঘাট রয়েছে, যে রাস্তা দিয়ে একটু বৃষ্টি হলেই আর চলাচল করা যায় না, যে রাস্তা – ঘাটের বেহাল অবস্থা সেগুলোর কাজ আগে করবো।জনগণ আমাকে চায়, আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়ে জনগণের কল্যানে কাজ করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর