আটঘরিয়ার চাঁদভা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ১৫ প্রার্থীর মধ্যে ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকসানা নাসরিন জানান, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার চেয়ারম্যান পদ প্রার্থী কুদ্দুস আলী, শফিউল ইসলাম সোহাগ, কামাল হোসেন, আসাদুজ্জামান নান্নু মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এই উপনির্বাচনে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী রইলেন ১১জন। এরা হলেন-শাজাহান আলী, আক্কাস আলী, মো: বকুল বিশ্বাস, মো: ওলিউল্লাহ, হান্নান আলী, এমএ মান্নান, হাসিনুর রহমান, মাহমুদুল আলম, এএনএম মনিরুল ইসলাম, নাজিম উদ্দীন, আব্দুল্লা আল কাফি।
বৃহষ্পতিবার চূড়ান্ত বৈধ ১১ চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
চাঁদভা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৬২৬ টি। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১১ হাজার ২৫২ জন, মহিলা ভোটার সংখ্যা ১১ হাজার ৩৭৪ জন।
আগামী ২৭ জুলাই চাঁদভা ইউনিয়ন পরিষদ উপরির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।