পাবনা ফরিদপুরে মো:মনিরুল ইসলাম (৩৪) ও মো: রুহুল আমিন পলাশ (৪০) ইয়াবা মাদক কারবারিকে আটক করেছে পাবনা র্যাব -১২।
শুক্রবার (২২ মার্চ) রাত ৯.০০ টার দিকে মো: জিয়াউর রহমান বিএভি সার্কেল এডজুটেন্ট (ডিএ ডি)সিপিসি-২ র্যাব -১২ পাবনার একটি বিশেষ অভিযানে বৃলাহিড়ীবাড়ি ইউনিয়নের দক্ষিন বৃলাহিড়ী বাড়ির গ্রামস্থ বৃলাহিড়ীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে থেকে আটক করা হয়। আটক মো: মনিরুল ইসলাম (৩৪) পিতা মো: সামাদ প্রামাণিক ও মো: রুহুল আমিন পলাশ (৪০) মৃত্যু কদ্দুস সরকার বৃলাহিড়ীবাড়ি গ্রামের বাসিন্দা।
অভিযানকালে আটককৃত আসামীদের কাছ থেকে ১৩৩ পিচ ইয়াবা টেবলেট যার ওজন ১৩.৩ গ্রাম, আনুমানিক মূল্য ২৬,৬০০/= টাকাসহ একটি ভিভো ব্যান্ডের মোবাইল ফোন ও নগদ টাকা পাওয়া যায়।
পাবনা র্যাব -১২ জানাই আমরা গোপন তথ্যর ভিত্তিতে খবর পেয়ে আসামি আটক মো: মনিরুল ইসলাম (৩৪) ও মো: রুহুল আমিন পলাশ (৪০) কে আটক করি। এবং তারা এই ইয়াবা টেবলেট এনে এলাকায় বিক্রিয় করেন। উক্ত ঘটনা ফরিদপুর থানায় নিয়মিত মামলা রুজু করে আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।