শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

ই-পেপার

তরুন সমাজ সেবক বাবলার পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ২:৫০ অপরাহ্ণ

সলঙ্গা প্রতিনিধি :

সিরাজগন্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের সড়াতৈল গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান মাহমুদুল হাসান তালুকদার (বাবলা)। ছোট বেলা থেকেই সামাজিকতা আর সাংস্কৃতিক মন নিয়ে চলাফেরা ছিল তার। ছাত্র জীবনের পাশাপাশি এলাকায় সমাজ সেবা মুলক বিভিন্ন কর্ম কান্ডের সাথে প্রথম থেকেই জড়িত থাকায় ছোট বড় সবাই তাকে আদর করে “বাবলা ভাই” বলে ডাকত। এলাকায় কন্যাদান,গরীবের সাহায্য,চিকিৎসা সেবা ,খেলাধুলা, স্বেচ্ছাশ্রমে রাস্তাঘাট সংস্কার,উপজেলা পর্যায় দাপ্তরিক কোন কাজের সহযোগীতা সর্বপরি মানব সেবায় অল্প বয়সে একজন মানব দরদী, তরুন সমাজ সেবক হিসেবে সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন। বর্তমানে কর্মজীবনে পা দিয়ে একটি চাকরীতে কর্মরত থাকলেও যেখানেই থাকুক না কেন, এলাকার মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে সর্বাত্বক চেষ্টা করে থাকেন।

 

তার সাধ্যমত এলাকার অভাবী মানুষকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে এলাকায় প্রশংসাও কুড়িয়েছেন। দেশের এই মহামারী করোনার ক্লান্তি লগ্নে গরীব, দু:খীদের পাশেও দাঁড়িয়েছিলেন। তাই করোনা মুহুর্তে আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, এ দোয়া কামনা করেন তিনি। তিনি আরও বলেন,করোনার এই মুহুর্তে সবাই সাধ্যমত অভাবীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিন।সবাই মাস্ক ব্যবহার করুন।সামাজিক দুরত্ব বজায় রেখে কর্তব্য কাজ করতে থাকুন। একটি শান্তিপুর্ণ ও সহনশীল সমাজ গঠনে ধৈর্য ও ত্যাগের মনোভাব অপরিহার্য।ত্যাগের মহিমায় ভাস্কর পবিত্র ঈদুল আযহা মহান আল্লাহর প্রতি এক অপরিসীম আনুগত্য ও ত্যাগের নিদর্শন।

 

তাই সবার পরিবারে ঈদের সুখ বয়ে আসুক।যার যার অবস্থানে থেকে ঈদের আনন্দ উপভোগ করুক। পরিশেষে তিনি তার নিজ ইউনিয়ন বড়হরের সর্বস্তরের জনগন সহ উল্লাপাড়া উপজেলাবাসীকে আগামী ১ আগস্ট শনিবার পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। পরিশেষে তিনি সবার কাছে তার ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর