মোঃ ইমরুল হাসান শিকদার:
চৌহালী উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নে বন্যার্ত ১’শত সাত পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কোদালিয়া মানব কল্যাণ ইউনিট ক্লাব। মানব কল্যাণ ইউনিট ক্লাবের উদ্যোগে বুধবার সকালে চৌহালী উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১’শত সাত অসহায় পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। কোদালিয়া মানব কল্যাণ ইউনিট’র সভাপতি মোঃ শাহীন আলম মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনর সঞ্চালনায় – প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাষপুকুরিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান,কোদালিয়া মানব কল্যাণ ইউনিট সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাবেক মেম্বার মজনু মিয়া।
কোদালিয়া মানব কল্যাণ ইউনিট’র সভাপতি মোঃ শাহীন আলন মুরাদ বলেন, দেশে করোনা ভাইরাসের সাথে যুক্ত হয়েছে পর পর দু’টি বন্যা। এসব দূর্যোগে মানুষ সীমাহীন দু:খ কষ্টে অনাহারে অর্ধহারে জীবন নির্বাহ করছে। তাদের এমন দু:খ কষ্ট দেখে আমরা আমাদের ক্লাবের উদ্যোগে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করি। বন্যার্ত ১’শত সাত অসহায় পরিবারের মধ্যে ৫ কেজি চাউল, এক কেজি চিনি ও এক লিটার সোয়াবিন তেল, ১প্যাকেট দুধ,১কেজি লবণ, একটি করে সাবান ও এক প্যাকেট সেমাই প্রতি পরিবারের মধ্যে বিতরণ করেছেন।