পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাসের নির্বাচনী পথসভা মঙ্গলবার(১৯ ডিসেম্বর) বিকালে দাশুড়িয়া ইউনিয়নের গোয়ালবাথান ২৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস ( ঈগল মার্কা)। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চাঁদভা ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক ইলিয়াস সাত্তার মেম্বার,
মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, জাসদ সভাপতি আটঘরিয়া উপজেলা শাখার আব্দুল জলিল, কৃষক লীগের আহবায়ক মাজপাড়া ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক মতিন মাস্টার, সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মোল্লা, আটঘরিয়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সোহেল প্রমুখ।
এ আসনের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস আজ মঙ্গলবার গোয়াল বাথান এলাকায় ভোট চাওয়ার মধ্য দিয়ে শুরু করেন ভোটের প্রচারণা।
তিনি দাশুড়িয়া, মুলাডুলি, আটঘরিয়া, চাঁদভা,সহ বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা চালান তিনি। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার মধ্য দিয়ে গণসংযোগ করেন তিনি। এসময় পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভোটার সমর্থকরা।