মোঃ ইমরুল হাসান শিকদার:
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা হেলথ কমপ্লেক্স এর মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ তামিম আজিজ করোনা রোগে আক্রান্ত হয়েছেন।বিশ্বব্যাপী যখন কোভিড ১৯ রোগ মহামারী রূপ নেয় তার শুরুতেই তিনি করোনা মোকাবেলায় চৌহালী উপজেলার মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেন।উপজেলা হেলথ কমপ্লেক্স এর সন্মানিত ইউএইচএফপিও ডা.আব্দুল কাদের’র নির্দেশনায় এবং সিনিয়র এমওডিসি ডা. হুমায়ুন ইসলাম সুমনের সহযোগিতায় তিনি অত্র উপজেলায় করোনা বিস্তার রোধে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
এছাড়া করোনায় আক্রান্তদের চিকিৎসা সহ সার্বক্ষণিক খবর নিতেন এই বীর চিকিৎসক। এলাকাবাসীর সাথে আলাপ করে জানা যায়,ডা.সুমন এবং ডা. তামিম অত্র এলাকায় ‘মানিক জোড় ‘ নামে পরিচিত।এলাকাবাসী এই বন্যার মাঝেও যে কোন প্রয়োজনে তাদেরকে কাছে পান।ডা. তামিমের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতশীল রয়েছে।তিনি সকলের নিকট দোয়া প্রার্থী। মহান সৃষ্টিকর্তা যেন তাকে আশু রোগমুক্তি দান করেন