নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে পৃথক দুটি ঘটনায় দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের ভাটি সাভার নামক স্থানে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী আহত হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে আম্বিয়া আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়।
নিহত আম্বিয়া উপজেলার আতকাপাড়া গ্রামের হাদিস মিয়ার স্ত্রী। এছাড়া আহত কপালহর গ্রামের উজ্জ্বল মিয়া,আঃ রহমান, আঃ রশিদ ও তসরা গ্রামের মিন্টু মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক।