সিরাজগঞ্জের তাড়াশে রাজু সরকার নামে এক ইউপি সদস্যর বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেয়ার অভিযোগে সংযোগ বিছিন্ন ও বিদ্যুতের মিটার জব্দ করা হয়েছে।
রোববার(৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে বারুহাস ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রাজু সরকারে বাসায় এই মিটার জব্দ করে বিদ্যুৎ বিভাগ।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ তাড়াশ জোনাল অফিসের জেনারেল ম্যানেজার (ডিজিএম) নিরাপদ দাস জানান,বারুহাস ইউপি সদস্য রাজু সরকার তার বাসার বিদ্যুৎ সংযোগের সাভির্স ড্রপ থেকে গোপনে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে দীর্ঘ দিন ধরে বাসায় ও গ্যারেজে ১০-১২টি অটোভ্যানে চার্জ দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য রাজু সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ওই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিনি আরো জানান, তার বাসার ও গ্যারেজের দুটি বিদ্যুতের মিটার জব্দ করা হয়েছে। এ ঘটনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারে জরিমানা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা বলেন, বারুহাস ইউপি সদস্য রাজু সরকার গত ২ বছর ধরে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন।
অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য রাজু সরকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হয়নি তিনি।