পাবনার ঈশ্বরদীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করা হয়েছে। (৬ সেপ্টেম্বর) বুধবার সকাল ১০টায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে ঈশ্বরদী উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আনন্দ র্যালি বের করা হয়। ঈশ্বরদী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে র্যালিতে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছহাক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, ঈশ্বরদী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, দেব দুলাল রায়, অপু, বিকি আগারওয়ালা, গোবিন্দ, রিপন কর্মকার, সঞ্জু রায়, গোপাল কর্মকার, রিপন কর্মকার, উত্তম সাহা প্রমূখ। পৌর এলাকার কর্মকারপাড়া মাতৃ মন্দির থেকে একটি আনন্দ র্যালি বের করে সনাতন হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরবাড়ি এসে শেষ হয়।