পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২২ জানুয়ারি ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন ঘোষণা করেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান। অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমজাদ হোসেন।
এসময় সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন এর অধ্যক্ষ আকিলুর রহমানের আমন্ত্রণে মোঃ মেজবাহুর রহমানের সার্বিক ব্যবস্থাপনা বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন দেবোত্তর ডিগ্রী কলেজে উপাধ্যক্ষ রফিকুল ইসলাম হেলাল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফারহানা খান, আব্দুল বাতেন, ফাতেমা খাতুন,
আসলাম হোসাইন,
সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, প্রধান শিক্ষক নাসিমা খাতুন,৮ নং ওয়ার্ড ইউপি সদস্য সানোয়ার হোসেন শানু,৭ নং ওয়ার্সড ইউপি সদস্য বাদশা মিয়া,৯ নং ওয়ার্ড ইউপি সদস্য আমিরুল ইসলাম প্রমুখ।
উক্ত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ধারা বর্ননায ছিলেন সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আতাউর রহমান, নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলহাজ্ব শফিউল্লাহ শফি, অত্র বিদ্যালয়ের পরিচালক শাহন আলম, এ্যাকসিলেন্ট কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মনিরুল ইসলাম। উক্ত ক্রীড়া অনুষ্ঠান বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে শেষ হয়।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান পাঠ্যক্রমের একটি অংশ। লেখা পড়ায় মনোনিবেশ করতে হলে শরীর এবং মনকে সতেজ রাখতে হবে।
আরা বলেন, শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশে লেখাপড়ার পাশাপাশি সবচেয়ে বেশী ভূমিকা রাখে খেলাধুলা। খেলাধুলা শিশুদের সৃজনশীলতা এবং কল্পনা বিকাশেও সহায়তা করে।
সুস্থ জাতি গঠনে শারীরিক শিক্ষা আর খেলাধুলার ভুমিকা অনস্বীকার্য। শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অতিথিবৃন্দকে মুগ্ধ করেছে।
আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।