পাবনার চাটমোহর পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এর যৌথ চেকপোস্টে বিভিন্ন যানবাহনের কাগজপত্র না থাকায় মামলা প্রদান করা হয়েছে।
২০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর দেরটা পর্যন্ত বাংলাদেশ পুলিশ পাবনা জেলা ট্রাফিক বিভাগ, চাটমোহর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে বিভিন্ন যানবাহনকে নিরাপত্তা চেকিং করা হয়। এ সময় যানবাহন গুলোর বৈধ কাগজপত্র, চালকদের লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র যাচাই বাছাই করা হয়। মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকা, বিভিন্ন কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ ও ত্রুটিপূর্ণ কাগজপত্র প্রদর্শন, বড় যানবাহন গুলোর ফিটনেস সহ অন্যান্য কাগজপত্র চেক করা হয়। কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ ও আইন অমান্য করার দায়ে মোট ১২ টি মামলা দায়ের করে ট্রাফিক বিভাগ। এ সময় প্রায় ৮৪৫০০ টাকা সমমূল্যের মামলা প্রদান করা হয় বিভিন্ন যানবাহনে।
দেশের সার্বিক পরিস্থিতি ও আগামী ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপত্তায় এই অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।