মঙ্গলবার সন্ধ্যায় মামুদনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিসে ২নং ওয়ার্ড জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মাসুদ হাসান, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মামুদনগর ইউনিয়ন শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুদনগর ৯নং ওয়ার্ড সভাপতি আব্দুল আলীম মিয়া এবং অর্থ সম্পাদক আরিফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড সেক্রেটারি জনাব ফারুকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. বাহাদুর মিয়া এবং সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।
সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় নির্বাচন কমিটি গঠন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে কমিটি গঠনে সংশ্লিষ্ট সকলকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানানো হয়।