সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

ফরিদপুরে বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ণ

পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর একটি বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত স্কুলছাত্রীর নাম মোছা. সুরাইয়া খাতুন (১৩)। সে পাবনার ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ী ইউনিয়নের পাঁচ জন্তিহার গ্রামের মো. স্বপন খানের মেয়ে এবং সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, গত ১৩ জানুয়ারি বিকেলে সুরাইয়া বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন। মেয়ের কোনো খোঁজ না পেয়ে ১৬ জানুয়ারি সুরাইয়ার দাদা আব্দুল জব্বার খান ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার গ্রাম ও পার্শ্ববর্তী নলুয়া গ্রামের সংলগ্ন একটি বিলের মধ্যে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সেটি সুরাইয়ার বলে শনাক্ত করা হয়।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আকনজি বলেন, নিখোঁজের পাঁচ দিন পর স্কুলছাত্রীর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা দ্রুত দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর