সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

আলীকদমে ম্রো ও ত্রিপুরায় সংঘর্ষে  ৬ জন আহত, ঘটনাস্থলে সেনাবাহিনী

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ

বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে কলা চুরির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১৭ জানুয়ারি, ২০২৬) নয়াপাড়া ইউনিয়নে কলা চুরিকে কেন্দ্র করে ত্রিপুরা ও ম্রো সম্প্রদায়ের একদল যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে রূপ নেয়। এতে r১ জন ত্রিপুরা সদস্য এবং ৫ জন ম্রো সদস্য গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
সেনাবাহিনীর পদক্ষেপ:
আজ ১৮ই জানুয়ারি (রবিবার) ভোর সকালে ৩১ বীর আলীকদম সেনা জোনের একটি প্রতিনিধি দল দুর্গম জানালী পাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সেনাবাহিনীর কর্মকর্তারা আহত ম্রো সদস্যদের পরিবারের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
আলীকদম সেনা জোনের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারগুলোকে আশ্বস্ত করা হয়েছে যে, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা কাউকেই করতে দেওয়া হবে না। এই সংঘর্ষের সাথে জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সেনাবাহিনী সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
বর্তমানে ওই এলাকায় উত্তেজনা প্রশমনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর