বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটঘরিয়া উপজেলা ও পৌর কলেজ সমূহের আয়োজনে বুধবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, সাবেক সহসভাপতি রবিউল ইসলাম রবি, পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক সম্পাদক কাইউম উল হাসান,বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আমির ফয়সাল, তোফায়েল ইমরান তুহিন, নাজমুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা দেবোত্তর ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি শাকিল আহমেদ ছাত্র নেতা তারেক হোসেন, আশরাফুল আলম, জিসান, মিলন, সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে বিএনপির চিন্তা সমূহের মধ্যে রয়েছে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে ১২ থেকে ১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ৬৪ জেলায় ইনডোর সুবিধা সম্পন্ন ভিলেজ নির্মাণ, দেশের সব উপজেলায় ক্রীড়া অফিস ও ক্রীড়া শিক্ষক নিয়োগ, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বিষয়ভিত্তিক ক্রিড়া শিক্ষক নিয়োগ, প্রত্যেকটি বিভাগীয় শহরে বিকেএসপির শাখা প্রতিষ্ঠা করা, সকল মহানগর সহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠ সুব্যবস্থা করা, দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন সুবিধা বঞ্চিতদের খেলার সুযোগ নিশ্চিতকরন, দেশে ক্রিড়া সরঞ্জাম ইন্ডাস্ট্রি স্থাপন করা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্য।