বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

ই-পেপার

আলীকদম সেনাজোনের উদ্যোগে দূর্গমে শীতবস্ত্র বিতরণ

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ

বান্দরবানের আলীকদম সেনা জোনের উদ্যোগে থানচি উপজেলার দুর্গম কমলাবাগান এলাকায় বসবাসরত স্থানীয় পাহাড়ী ১০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০ট থেকে ১১টা পর্যন্ত আলীকদম সেনা জোনের আওতাধীন কমলাবাগান এলাকার মার্মা, চাকমা ও ত্রিপুরা অধ্যুষিত তিনটি পাহাড়ি পাড়ায় মোট ১০০টি অসচ্ছল পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অংশ নেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার বিএ-৭৮৮৭ লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি।
অনুষ্ঠানের শুরুতে স্থানীয় জনগণ ফুলের মালা পরিয়ে জোন কমান্ডারকে আন্তরিকভাবে বরণ করে নেয়। এ সময় স্থানীয়দের উদ্যোগে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।
এসময় বক্তারা বলেন, শীতবস্ত্র বিতরণকালে জোন কমান্ডার বলেন, পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে আলীকদম সেনা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর