যশোরের অভয়নগরে সরকারি রাস্তার সাইটের গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ২আগষ্ট সকালে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের আমতলা বাজার সংলগ্ন এঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, আমতলা গ্রামের আবু তাহের এর ছলে মোঃ মিরাজ হোসেন(৩০), জোরপূর্বক সরকারি গাছের ডালপালা কাটতে থাকে খবর পেয়ে স্থানীয় ভূমি অফিসের নায়েব মফিজুর রহমান ও আমতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ আকরাম হোসেন ঘটনা স্থানে গিয়ে সরকারি গাছ কাটা হচ্ছে দেখে জব্দ করেন। এসময় মিরাজ হোসেন পালিয়ে যায়। তথ্য অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন একটি চক্র সরকারি গাছসহ ডালপালা গোপনে কেটে বিক্রি করে থাকে। এবিষয়ে সিদ্দিপাশা আমতলা ভূমি অফিসের নায়েব মোঃ মফিজুর রহমান জানান, সরকারি গাছ কাটলে আইনত দন্ডনীয় অপরাধ ঘটনা স্থানে শুধু গাছের কিছু ডালপালা কেটেছে আমি এসিল্যান্ড স্যারকে জানিয়েছি, পরবর্তীতে এমন কিছু ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে আমতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ আকরাম হোসেন বলেন, সরকারি গাছ নায়েব সাহেব জব্দ করেছে পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।