পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝে থেকে অজ্ঞাত ব্যক্তির নাম বা কোন ওয়ারিশের খোঁজ পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকাল ১১ টায় ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে লাশটি হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এফ এ আসমা খান জানান, আলমগীর নামে এক অটোবাইক চালক তার অটোতে করে লাশটি হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তিনি মৃত ছিলেন বলে জানান তিনি। অটোবাইক চালক আলমগীর হোসেন মুঠোফোনে বলেন, ঈশ্বরদী বাইপাস স্টেশনে অটোবাইক নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলাম এমন এসময় দেখতে পাই অসুস্থ ওই ব্যক্তিকে কয়েকজন মিলে মাথায় পানি দিচ্ছেন আমি বিষয়টা লক্ষ্য করে ওখানে উপস্থিত হলে বাইপাস এলাকার ইউপি সদস্য শাহ আলম এবং স্থানীয় লোকজন আমার অটোবাইক নিয়ে আসতে বললে আমি তাদের কথামতো অটোবাইকটি অসুস্থ ব্যক্তির কাছে নিয়ে আসলে অসুস্থ ব্যক্তিকে আমার অটোবাইকে তুলে দিয়ে বলেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যেতে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ লাশের পরিচয় জানার চেষ্টা করছে। লাশের ময়নাতদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।