পাবনায় মাদ্রাসা শিক্ষকের বসত বাড়ির সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২৫ আগস্ট সকাল ১০টার দিকে পাবনা হোমিওপ্যাথি কলেজের সামনে লস্কর পুর এলাকায়।
২৯আগস্ট পাবনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ এর ছায়া লিপি হতে জানা যায় ঘটনার দিন সকাল দশটার দিকে নির্মাণ শ্রমিকরা সীমানা প্রাচীরের কাজ করছিল।
এ সময় লস্কর পুর এলাকা কুটি গংরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং প্রাণ নাশের হুমকি দেয়।
অভিযোগ কারী মাওলানা আছগর আলি জানান ২০০৪ সালে জমির খাজনা খারিজ করে ৫১৫৩ নং দলিল মূলে আমার স্ত্রী সাবি্হা খাতুনের নামে কবলা করা হয়।
এলাকার প্রধান গন জমি মেপে খুঁটি পুতে দেয়। হঠাৎ কুটি গংরা জোর পূর্বক জমি দখল করার পাঁয়তারা করছে। এবং আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। মাদ্রাসা শিক্ষক আছগর আলি কুটিসহ চার জনকে বিবাদী করে একটি অভিযোগ পাবনা থানায় দাখিল করেছেন।