পাবনায় দুটি হত্যা মামলার রহস্য উদঘাটন এবং দুই মুল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, আতাইকুলা থানার দড়িশ্রীকোল গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস হত্যা মামলায় মুল আসামী আকমল হোসেনকে গতকাল পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঝিনাইদহ থেকে আটক করে।
জিজ্ঞাসাবাদে আসামী জানান, স্ত্রীর সাথে পরকিয়া সম্পর্কের কারনেই গত ৮ আগষ্ট তাকে হত্যা করা হয়। অপর মামলায় গত ১৫ আগষ্ট রাতে জেলার ভাঙ্গুড়ার চৌবাড়িয়া গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে নিজ ভাইরা রিমনের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন দর্জি হাসিনুর রহমান হাসু। পুলিশ রোববার উল্লাপাড়া থেকে মুল আসামীকে গ্রেফতার করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ডি এম হাসিবুল বেনজীর, সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার, আতাইকুলা থানার ওসি হাফিজুর রহমান, ভাঙ্গুড়া থানার ওসি আলহাজ্ব মো: রাশিদুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।