অমিত হাসান হৃদয়,ঢাকা:
ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজার গুলোতে ঘুরে দেখা যায় যে সকল প্রকার সবজি গেছে সপ্তাহের চাইতে দ্বি-গুণ দামে বিক্রি হচ্ছে। রাজধানীর কাওরান বাজার ঘুরে দেখা গেছে গেছে সপ্তাহের চাইতে এ-ই সপ্তাহে সকল সবজির দাম কেজি প্রতি ৩০-৪০ টাকা তফাত। কাওরান বাজার এর এক আড়ৎদার কাজল মিডিয়া সাংবাদিক দের কে বলেন যে বাজারে তুলনা মূলক সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। সে আরও বলেন বন্যার কারনে দেশের বিভিন্ন জেলা থেকে সবজি না আসতে পারায় এই দাম বৃদ্ধি পেয়েছে।
এ-দিকে শ্যামবাজার ঘুরে দেখা যায় একই অবস্থা। সকল সবজির বাজার দর। আলু প্রতি কেজি ৩৫ টাকা, ডে-রস প্রতি কেজি ৫০ টাকা, পটোল প্রতি কেজি ৫০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা-মরিচ প্রতি কেজি ২০০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি-কুমড়া আকার ভেদে ৫০-১৫০ টাকা, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা। এছাড়া ও বেড়েছে সকল ধরনের মশলার দাম।